ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মুন্নু স্টাফলার্সের কাছে মূল্য সংবেদনশীল তথ্য নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
মুন্নু স্টাফলার্সের কাছে মূল্য সংবেদনশীল তথ্য নেই

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মুন্নু জুট স্টাফলার্সের শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কারণ ছাড়াই দর বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২১ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৮৬.৯০ টাকায়।

আর ১৮ আগস্ট শেয়ার দর দাঁড়ায় ১২৯৪.৭০ টাকায়। অর্থাৎ ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬০৭.৮০ টাকা বা ৮৮.৪৮ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই। নোটিশের জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।