ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থ্যাৎ বেলা ১১টা ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করে।
বৃহস্পতিবার এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৪৮টির এবং অপরির্বতিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার।
এদিকে, এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়তে থাকে। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১০ পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ছয় পয়েন্ট বাড়ে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৬৮ পয়েন্টে অবস্থান করে।
বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বাড়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- স্ট্যান্ডার্ড সিরামিক, বেক্সিমকো, কেপিসিএল, ওয়েস্টার্ন মেরিন, লাফার্জহোলসিম, মুন্না স্টাফলার্স, বিবিএস, জেএমআই সিরিঞ্জ, রিং শাইন ও নিউ লাইন ক্লোথ।
অন্যদিকে সিএসই’র সিএএসপিআই সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৩৭ পয়েন্টে অবস্থান করে। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে সিএসই’র সূচক ১২ পয়েন্ট বাড়ে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে এক কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের মধ্যে দাম বেড়েছে ২৭টি কোম্পানির, কমেছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি কোম্পানি শেয়ার লেনদেন।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এসএমএকে/আরবি/