ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিজিএম শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা সাড়ে ১১টায়, এরপর দুপুর ১টায় লেনদেন শুরু হওয়ার কথা ছিল।
জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) সূচকের ওপর সার্কিট ব্রেকার আরোপ নিয়ে কিছু দিকনির্দেশনা দিয়েছে। যা নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ম্যানেজমেন্ট কাজ করছে। যে কারণে বৃহস্পতিবার লেনদেন শুরু হতে দেরি হচ্ছে।
লেনদেন সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা সাড়ে ১১টায়, এরপর দুপুর ১টায় শুরু হওয়ার কথা থাকলেও সার্কিট ব্রেকার আরোপের কারণে ডিএসই ও সিএসই ম্যানেজমেন্টের কাজ শেষ না হওয়ায় লেনদেন শুরুতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।
এদিন সকাল সাড়ে ১০টার পরিবর্তে দুপুর ২টায় লেনদেন শুরু হবে।
এর আগে বুধবার (১৮ মার্চ) ডিএসই ও সিএসই পর্ষদ বৈঠক করে লেনদেনের সময় একঘণ্টা কমিয়েছিল। বৈঠক শেষে জানানো হয়েছিল বৃহস্পতিবার থেকে লেনদেন দুপুর আড়াইটার পরিবর্তে দুপুর দেড়টায় শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসএমএকে/আরবি/