ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিনিয়োগকারীদের জন্য ইন্টারন্টেভিত্তিক লেনদেনের অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
বিনিয়োগকারীদের জন্য ইন্টারন্টেভিত্তিক লেনদেনের অনুরোধ

ঢাকা: দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ব্রোকারেজ হাউজে মোবাইল অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ইন্টারনেটভিত্তিক ডিভাইসগুলোর মাধ্যমে লেনদেন করার বিষয়ে অনুরোধ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক৷

সোমবার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এ অনুরোধ জানান।

তিনি বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতায় বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, বিপণিবিতান লকডাউন এবং সভা-সমাবেশ সীমিতকরণের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যে লেনদেনের সময়সূচিও কমিয়ে এনেছে৷ নতুন সময়সূচি অনুযায়ী ১৯ মার্চ থেকে লেনদেনের সময়সূচি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়েছে৷

ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড বিনিয়োগকারীদের স্বার্থে সব ব্রোকারেজ হাউজকে কোভিড-১৯ এ সতর্কতার জন্য কোনো হ্যান্ডশেক ও আলিঙ্গন না করা, পরিমিত দূরত্ব বজায় রাখা রাখা, হাঁচি বা কাশি বা সন্দেহজনক লক্ষণসমূহ যেসব কর্মকর্তা বা কর্মচারী এবং ক্লায়েন্ট রয়েছে তাদের শনাক্তকরণ, চোখ, কান, নাক এবং মুখে স্পর্শ করা এড়িয়ে চলা, অফিস প্রাঙ্গণে প্রবেশের জন্য প্রতিবার হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাকরণ, ব্রোকারেজ হাউজে কর্মচারী এবং ক্লায়েন্টদের মাস্ক সরবরাহ করা, দর্শনার্থীদের অফিসে প্রবেশ করতে নিরুৎসাহিত করা, কর্মীদের শিপটিং অফিসের ব্যবস্থা করা এবং অফিসে মুখোমুখি বৈঠক থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।