ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

তিন মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা সুবিধা বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
তিন মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা সুবিধা বন্ধ

ঢাকা: বিধিমালা লঙ্ঘন করায় তিনটি মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ৭৬৩তম নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেঙ্গল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিএপিএম এডভাইজরি লিমিটেড এবং পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেড (মার্চেন্ট ব্যাংকার্স) বিধিমালা লঙ্ঘনের জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) কোটা সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এছাড়া প্রতিষ্ঠানগুলো ২০২১ সালের ৩০ জুনের মধ্যে মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ হলে তাদের মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু হবে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।