ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

খুলনা পাওয়ার পর্ষদকে ডেকেছে বিএসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
খুলনা পাওয়ার পর্ষদকে ডেকেছে বিএসইসি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার লিমিটেডের ভবিষ্যৎ ব্যবসায়িক কর্মপরিকল্পনা জানতে চেয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদকে তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শনিবার (২০ মার্চ) রাত ১০টার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশন মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

জানা গেছে, দু’টি পাওয়ার প্লান্টের বিদ্যুৎ বিক্রির চুক্তির মেয়াদ চলতি বছরের মে মাসে শেষ হচ্ছে। আর এ দু’টি চুক্তি নবায়নের বিষয়ে কোম্পানিটির এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তাই ভবিষ্যৎ ব্যবসায়িক কর্মপরিকল্পনা জানতে চেয়ে মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিএসইসির কার্যালয়ে খুলনা পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ সব পরিচালকদের ডাকা হয়েছে।

একইসঙ্গে কোম্পানিটির ব্যবসায়িক কর্মকাণ্ডের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। এছাড়া ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে কোম্পানিটির যদি কোনো ভবিষ্যৎ ব্যবসায়িক কর্মপরিকল্পনা না থাকে, তাহলে কিভাবে কোম্পানিটির অবসায়ন করা হবে, সে বিষয়টিও জানতে চেয়েছে বিএসইসি।  

এর আগে গত ১৫ মার্চ বিএসইসির সঙ্গে ব্যবসায়িক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছে খুলনা পাওয়ার কোম্পানি। ওই বৈঠকের আলোকেই কোম্পানিটির পরিচালনা পর্ষদের ভবিষ্যৎ ব্যবসায়িক কর্মপরিকল্পনা জানতে বিএসইসিতে তলব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।