ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

চট্টগ্রাম-সিলেটে ডিজিটাল বুথ খোলার অনুমোদন দিয়েছে বিএসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ৯, ২০২১
চট্টগ্রাম-সিলেটে ডিজিটাল বুথ খোলার অনুমোদন দিয়েছে বিএসইসি

ঢাকা: দুই ব্রোকারেজ হাউজকে চট্টগ্রাম ও সিলেটে তিনটি ডিজিটাল বুথ খোলার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

রোববার (৯ মে) বিএসইসির ৭৭৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কবির সিকিউরিটিজকে চট্টগ্রামের নাজিরহাট ও খাতুনগঞ্জে দু’টি এবং বি রিচ লিমিটেডকে সিলেট শহরের উত্তর ধূপার দিঘীর পাড় এলাকায় একটিটি ডিজিটাল বুথ খোলার অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মে ০৯, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।