ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২১
পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়লো

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের লেনদেনের সময় বাড়ায় পুঁজিবাজারের লেনদেনের সময়ও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সময় অনুযায়ী আগামী বুধবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে।

মঙ্গলবার (৬ জুলাই) দিনগত রাত ১১টার দিকে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসইসি থেকে জানানো হয়েছে, আগামী বুধবার থেকে ব্যাংকিং লেনদেন সময় সকাল ১০টা থেকে দুপুর আড়া্ইটা পর্যন্ত করার আলোকে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা হয়েছে।

এর আগে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সর্বাত্মক ‘লকডাউনে’ ব্যাংকিং লেনদেন কমিয়ে আনা হয়। যাতে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত কমিয়ে আনা হয়। তবে আগের মতো ১৫ মিনিট প্রি ওপেনিং সেশন ও পোস্ট ক্লোজিং সেশন থাকছে।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।