ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে ১ ও ৪ আগস্ট 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে ১ ও ৪ আগস্ট 

ঢাকা: মহামারি করোনার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১ ও ৪ আগস্ট সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকছে। ব্যাংকের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারের লেনদেনও ১ ও ৪ আগস্ট বন্ধ থাকবে।

বুধবার (২৮ জুলাই) বিকেলে বাংলানিউজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, পুঁজিবাজারে সেটেলমেন্ট ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ হয়। ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধের ঘোষণায় পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। তবে ২, ৩ ও ৫ আগস্ট পুঁজিবাজারে লেনদেন সকাল ১০ থেকে ২টা পর্যন্ত চলবে। একই সঙ্গে প্রি ওপেনিং এবং পোস্ট ক্লোজিং সেশন ১৫ মিনিট করে থাকছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এসএমএকে/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।