ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

বিএটিবিসির অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
বিএটিবিসির অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, বাংলাদেশ লিমিটেডের (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ চলতি বছরের সমাপ্ত ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালেচনা করে ১২৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির গত ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২১.৪১ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৬.১৫ টাকা।

এদিকে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৪৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫.০৩ টাকা।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪.৩৮ টাকায়।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।