ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরিবর্তিত সময় অনুযায়ী দেশের উভয় বাজারে রমজান মাসে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
বুধবার (৩০ মার্চ) বিএসইসি সহকারি পরিচালক মো. রায়হান কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ডিএসই ও সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হয়। রমজানে পর লেনদেন আগের নিয়মেই চলবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এসএমএকে/এমএমজেড