ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

শেয়ারবাজার

১২৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেবে গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, জুলাই ১৮, ২০২২
১২৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেবে গ্রামীণফোন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ছয় মাসের জন্য ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (১৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।

জানা গেছে, ৩০ জুন-২০২২ সমাপ্ত ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১২.৮২ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ১২.৮৯ টাকা। এই হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৭ টাকা বা ০.৫৪ শতাংশ কমেছে।

এদিকে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাস সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৮২ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ৬.৩০ টাকা। এই হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৫২ টাকা বা ৮ শতাংশ বেড়েছে।

২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.২৫ টাকা।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।