ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

শুভসংঘের উদ্যোগে রক্তের গ্রুপ জানল রিজেন্ট কলেজের শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
শুভসংঘের উদ্যোগে রক্তের গ্রুপ জানল রিজেন্ট কলেজের শিক্ষার্থীরা

গোপালগঞ্জ: “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন”। রক্ত দানে উৎসাহী করতে ও প্রয়োজনে রক্ত সহজে পেতে অবশ্যই প্রত্যেকের রক্তের গ্রুপ জেনে রাখা জরুরি।

নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তি রক্ত দান করতে পারেন। এজন্য দরকার রক্তের গ্রুপ নির্ণয় ও সঠিক গ্রুপ জানা।

বসুন্ধরা শুভসংঘ, রিজেন্ট কলেজ, গোপালগঞ্জ শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করে।  

শাখার সম্মানিত উপদেষ্টা ও কলেজ প্রতিষ্ঠাতা পর্শিয়া সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, রক্তের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। প্রয়োজনের সময় সব রক্তই পাওয়া কঠিন হয়ে যায়। তাই সবার উচিৎ রক্তের গ্রুপ জানা।

তিনি আরো বলেন, আমি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই এমন মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য। একই সাথে প্রত্যন্ত অঞ্চলে যারা অর্থের অভাবে রক্তের গ্রুপ পরীক্ষা করাতে পারে না তাদের জন্যও এই সুবিধা যেন বসুন্ধরা দেয় এটা আমার আহবান।

এদিন প্রায় ১৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

রক্ত গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে উপস্থিত বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও রিজেন্ট কলেজের প্রভাষক সুজন দাস বলেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এই ক্যাম্পেইন অব্যাহত থাকবে। বসুন্ধরা গ্রুপ সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।  

আয়োজনকে সফল করতে সহযোগিতা করেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান সিহাব, রুবাইয়া খানম ও নাঈমা তাসনিস সুজানা।

এছাড়া উপস্থিত ছিলেন রিজেন্ট কলেজ, গোপালগঞ্জ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দীপংকর মন্ডল, প্রভাষক সাইদুর রহমান, অমৃত বালা, সৌরভ বসু, সাথী হালদারসহ বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান, অয়ন সাহা, সুমি খানম, শাহানা আক্তার, সদস্য শুভ, সিহাব, তামিম, দ্বীপ সাহা, তাওসিফ, নাজিরা, সৌরভ, অন্তরসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ