ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

চা বাগানের শিক্ষার্থীদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
চা বাগানের শিক্ষার্থীদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের সভা

হবিগঞ্জ: বসুন্ধরা শুভসংঘ চুনারুঘাট উপজেলা শাখার আয়োজনে লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘তারুণ্যের নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।  

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালের লালচান্দ চা বাগানে বিদ্যালয়ের ত্রিশ শিক্ষার্থীর অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অলোচনা সভায় তরুণ সমাজের ক্ষমতায়ন, নেতৃত্বের ভূমিকা এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তাদের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনি গোয়ালা।

আলোচনা সভায় রনি গোয়ালা বলেন, তারুণ্যের শক্তি হলো দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। আমাদের তরুণ প্রজন্ম প্রযুক্তি, সৃজনশীলতা এবং উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের নতুন পথ দেখাতে পারে। তাদের নেতৃত্ব ও চিন্তাশক্তি দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে।  

তরুণদের সুশিক্ষা এবং নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যত বেশি তরুণ সমাজের উন্নয়নমূলক কাজে যুক্ত হবে, তত দ্রুত বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছাবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।