ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ইডেন কলেজের উদ্যোগে পলিথিন সচেতনতা কার্যক্রম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
বসুন্ধরা শুভসংঘ ইডেন কলেজের উদ্যোগে পলিথিন সচেতনতা কার্যক্রম

বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার আয়োজনে পলিথিনের ব্যবহার রোধে এক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পলিথিনের অতিরিক্ত ব্যবহার থেকে সৃষ্ট পরিবেশগত বিপদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই পরিবেশ গঠনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা।

বসুন্ধরা শুভসংঘ ইডেন কলেজ শাখার এই আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবরী আক্তার।

তিনি বলেন, ‘পলিথিন আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি মাটির উর্বরতা নষ্ট করে, নালা-নর্দমা বন্ধ করে বন্যার সৃষ্টি করে এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এই ধরনের সচেতনতা কার্যক্রম শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। ’
সচেতনতা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, ফারিয়া হক তাজিম, ইফফাত সুলতানা, সানজিদা আফরিন নীলা, সুরাইয়া খান, সাহিদা, লাবণ্য রায়।

বসুন্ধরা শুভসংঘ ইডেন কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। পলিথিনের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ও পণ্য ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে হবে।

সচেতনতা কর্মসূচির মাধ্যমে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা প্রতিজ্ঞা করেন, তারা পলিথিনের ব্যবহার বর্জন করবেন এবং অন্যদেরও এটি বর্জন করতে উদ্বুদ্ধ করবেন। কলেজের শিক্ষার্থীরা এ ধরনের কর্মসূচিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে এবং ভবিষ্যতে এ ধরনের আরো উদ্যোগের দাবি জানায়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ