ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

নাজিরপুরে বাল্যবিয়ে রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
নাজিরপুরে বাল্যবিয়ে রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা সভা

নাজিরপুর: বাল্যবিয়ে প্রতিরোধে পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।  

রোববার (৮ ডিসেম্বর) উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উথান মন্ডলের সভাপতিত্বে ও শুভসংঘের মশিউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি ও নাজিরপুর বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা অহিদুজ্জামান, পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর রঞ্জন সমাদ্দার, শিক্ষক নিহার রঞ্জন মজুমদার, তাপস মিস্ত্রি, বুলু সমাদ্দার, গৌরী রানী দাস।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।