ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

রোকেয়া দিবসে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
রোকেয়া দিবসে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সোমবার (৯ ডিসেম্বর) নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় স্কুলের দশম শ্রেণির প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় শিশুকলি  প্রি-ক্যাডেট স্কুল শিবরাম এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: আব্দুল খালেক সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো: সাদাকাত হোসেন।

স্বাগত  বক্তব্য রাখেন শিশুকলি  প্রি-ক্যাডেট স্কুল শিবরাম এর শিক্ষক মো: আনিসুর রহমান আনিস, শিক্ষক মো: গোলাম রব্বানী, শিক্ষক মো: মিলন মিয়া, শিক্ষক মো: শহিদুল ইসলাম সাজু।
 
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের রংপুর  জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক রবি দাশ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অর্নশ্রী ঘোষ, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্য রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো: সাদাকাত হোসেন বলেন, বেগম রোকেয়া দেখানো পথে আমাদের নারী সমাজ এগিয়ে চলছে। আজ নারীরা সব ক্ষেত্রে এগিয়ে আছে।  

তিনি আরো বলেন, আজকে বেগম রোকেয়ার উপর কুইজ প্রতিযোগিতায় তিনজন নারী পুরস্কার পেয়েছে।

বেগম রোকেয়ার অবদান শুধু তাঁর সময়েই নয়, আজও প্রাসঙ্গিক। তিনি নারীদের জন্য যে আলোর পথ দেখিয়ে গেছেন, তা আজকের নারী শিক্ষার প্রসার এবং ক্ষমতায়নের মূল ভিত্তি। তিনি ছিলেন এবং আছেন নারী জাগরণের এক অনন্য প্রতীক হিসেবে।

আলোচনা অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার  অর্জন করেন দশম শ্রেণির ছাত্রী রেজওয়ানা আক্তার বিশা, দ্বিতীয় পুরস্কার মোছা: সাদিয়া আক্তার স্নেহা, তৃতীয় পুরস্কার উম্মে জান্নাতুল বর্ষা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।