ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

শতভাগ বিয়ে রেজিস্ট্রি হলে বাল্যবিয়ে কমবে

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
শতভাগ বিয়ে রেজিস্ট্রি হলে বাল্যবিয়ে কমবে বক্তারা বক্তব্য দিচ্ছেন

বরিশাল: দেশের অন্যতম সেরা সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের হলরুমে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা হয়েছে।  

বুধবার (১৮ ডিসেম্বর )দুপুরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া শুভসংঘের সহসভাপতি মো. শাহ্ আলোম রাঢ়ী।


সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। বিয়ে রেজিস্ট্রির জন্য আইন থাকলেও অনেক বিয়ে এখনো রেজিস্ট্রি হয় না। যদি শতভাগ বিয়ে রেজিস্ট্রি নিশ্চিত করা যায়, তাহলে বাল্যবিয়ে অনেক কমে যাবে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো গ্রামের সাধারণ বাবা-মাকে বোঝাতে হবে। ছাত্র-ছাত্রীরাও তাদের অভিভাবকদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন করার চেষ্টা করবে।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সরস্বতী বৈদ্য ও রাকা পান্ডে বলে,শুভসংঘের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধ সভায় এসে বুঝতে পারলাম, বাল্যবিয়ে মেয়েদের জন্য কতটা ক্ষতিকর ও মৃত্যুর ঝুঁকিপূর্ণ। আমরা শপথ নিলাম, বাল্যবিয়ে করব না। আজ থেকে বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। আমরা লেখাপড়া করে মানুষ হতে চাই। যেখানে বাল্যবিয়ে, সেখানেই আমরা প্রতিবাদ করব।

সচেতনতা বাড়াতে আলোচনা সভায় অংশ নেন কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন বড়ৈ, আগৈলঝাড়া শুভসংঘের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক এসএম ওমর আলী সানি, শুভসংঘের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাহ্, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, মো. সাব্বির খন্দকার, গোপালগঞ্জ ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য আয়কর আইনজীবী সমীরণ রায়, বিদ্যালয়ের শিক্ষক ঝর্ণা রানী পান্ডে, সুভাষ মল্লিক, প্রশান্ত হালদার, কচি রানী হালদার, সুনীল সরকার এবং বনানী বাড়ৈ।
এ উদ্যোগের মাধ্যমে বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা আরও বাড়বে বলে আশাবাদী শুভসংঘ।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ