ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

স্বপ্নের ডানা মেলে ধরল বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষা উপকরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, জানুয়ারি ১, ২০২৫
স্বপ্নের ডানা মেলে ধরল বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষা উপকরণ

শীতের ঘন কুয়াশায় মোড়া এক নির্মল সকাল। প্রকৃতির মাঝে জড়সড় শীতের পরশ, আর মানুষ যেন অজান্তেই উষ্ণতা খোঁজে।

এমনই এক সকালে বসুন্ধরা শুভসংঘের আয়োজন যেন সেই উষ্ণতার মূর্ত প্রতীক হয়ে ওঠে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে তারা হাজির হয় একঝাঁক শিক্ষার্থীর মাঝে, হাতে করে শিক্ষা উপকরণের অমূল্য উপহার।

শিক্ষার আলোর কোমল ছায়ায় জড়ো হয় শিশুরা। তাদের চোখে বিস্ময় আর মুখে লাজুক হাসি। বসুন্ধরা শুভসংঘের সদস্যরা যত্নভরে তাদের হাতে তুলে দেন খাতা, কলম, আর নানা প্রয়োজনীয় উপকরণ।  

বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার, তানিয়া আক্তার, বিথী আক্তার।  

শিক্ষা উপকরণ বিতরণের এই আয়োজনে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার বলেন, ‘জীবনের শীতলতাকে দূর করতে শিক্ষার উষ্ণ আলোই যথেষ্ট। বসুন্ধরা শুভসংঘের ছোট্ট প্রয়াস হয়তো অনেকের জীবনে বড় পরিবর্তনের সূচনা করবে। ’

বসুন্ধরা শুভসংঘ স্কুলের তানিয়া আক্তার আক্তার বলেন, শিশুদের ছোট ছোট হাত যখন খাতার পাতা উল্টায়, তখন মনে হয়— এই হাতগুলোই একদিন গড়ে তুলবে এক আলোকিত ভবিষ্যৎ।
 
বসুন্ধরা শুভসংঘের এই মহৎ উদ্যোগ শীতের সকালে কুয়াশার মাঝে এক টুকরো রোদ্দুর হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে। সকল শিক্ষার্থী এবং অভিভাবকেরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শিক্ষা প্রসারে তাদের অঙ্গীকারের প্রমাণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ