ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

আগামীর বাংলাদেশ ভাবনা নিয়ে বসুন্ধরা শুভসংঘের চিত্রাঙ্কন কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
আগামীর বাংলাদেশ ভাবনা নিয়ে বসুন্ধরা শুভসংঘের চিত্রাঙ্কন কর্মশালা

৮ বছরের তুসি। দুপুর না হতেই চট্টগ্রামের পটিয়ার শশাংকমালা বিদ্যালয়ে হাজির মায়ের হাত ধরে।

সে আঁকবে আগামীর সবুজ বাংলাদেশ। বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তুসির মতো শত শিক্ষার্থী অংশ নেয় এই চিত্রাঙ্কন কর্মশালা ও প্রতিযোগিতায়।

চট্টগ্রামের পটিয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আজ সোমবার শিল্পবাড়ি আর্ট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ‘আগামীর বাংলাদেশ ভাবনা’ শিরোনামে  চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করা হয়।

এতে আগামীর বাংলাদেশ ভাবনা নিয়ে রংতুলির মাধ্যমে স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা, পরিবেশ প্রতিকূলতা, সামাজিক দায়বদ্ধতাসহ বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় শিল্পবাড়ি আর্ট স্কুলের প্রায় এক শ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শিল্পবাড়ি আর্ট স্কুলের প্রধান পরিচালক শিল্পী নয়ন দে বলেন, ‘আজকের শিশুরা আমাদের আগামীর দিনের ভবিষ্যৎ।

তাদের চিন্তা-চেতনা-বুদ্ধিমত্তা আগামীর বাংলাদেশ গড়তে অনস্বীকার্য অবদান রাখবে। আগামীর বাংলাদেশে তাদের চাওয়া-পাওয়া ও প্রত্যাশা রংতুলির মাধ্যমে প্রকাশ করতে বসুন্ধরা শুভসংঘের এই ব্যতিক্রমধর্মী আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করছি। ’ 

এই কর্মশালায় উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এস এম এ জুয়েল, আবৃত্তিশিল্পী গোতম চৌধুরী এবং সহকারী সিনিয়র শিক্ষক অনাম দাশ, পাপড়ী দে, বর্ষা বড়ুয়া, অগ্নিলা শর্মা দিয়া, তাসপিয়া, অনিক দাশ, সুদীপ্ত সেন, পায়েল, সিদ্ধার্থ পালিত শুভ চৌধুরী, পূজা দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ