ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের ‘মানবতার দেয়াল’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের ‘মানবতার দেয়াল’

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের নিচে বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে তৈরি করা হয়েছে ‘মানবতার দেয়াল’। শুক্রবার (১০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে মানবতার দেয়ালের শুভ উদ্বোধন করা হয়।

 

মানবতার দেওয়াল প্রস্তুত ও উদ্বোধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জুবায়ের আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক শামীম হোসাইন, আব্দুল করিম তন্ময়, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সিকদার, শাহাদাত হোসেন শাকিল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম শিপলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আহমেদ সাব্বির বলেন, আপনার অপ্রয়োজনীয় সামগ্রী হতে পারে অন্য কারো প্রয়োজন। শুভসংঘের বন্ধুরা তাদের কাপড়গুলোকে ধৌত ও পরিস্কার করে রেখে যাচ্ছেন যেটি তিনি হয়তো আর ব্যবহার করতেন না। এখান থেকে কাপড়গুলো স্বাচ্ছন্দ্যে  সংগ্রহ করতে পারছেন যাদের কাপড় প্রয়োজন।

কালিয়াকৈর শাখা সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস বলেন, আমাদের মূল উদ্দেশ্য ছিলো  আশেপাশের মানুষকে ভালো কাজে উৎসাহিত করা। সবাই আমাদের কাজের প্রসংশা করছেন। স্কুল কলেজের শিক্ষার্থী সহ অনেকেই তাদের কাপড় এখানে রেখে যাওয়ার পরিকল্পনা করছেন। এতে সামাজিক ভ্রাতৃত্ব মজবুত হচ্ছে।  

স্থানীয় ব্যবসায়ী রাজু বলেন, শুভসংঘের কাজটি আমাকে ভীষণ ভাবে নাড়া দিয়েছে। এই এলাকার নিম্ন আয়ের  অনেক মানুষ এতে উপকৃত হবে। কাউকে কোনো বিড়ম্বনার শিকার হতে হবে না।  শুভসংঘকে ধন্যবাদ এমন চমৎকার উদ্যোগটি বাস্তবায়নের জন্য।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।