ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

‘চর কাজলির মানুষ’ বইয়ের ওপর পাঠচক্র করলেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
‘চর কাজলির মানুষ’ বইয়ের ওপর পাঠচক্র করলেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা 

ময়মনসিংহ: নিয়মিত বই পড়ার অভ্যাস ও সাহিত্য আলোচনা যে কোনো বয়সী মানুষকে সমৃদ্ধ করে। বসুন্ধরা শুভসংঘ আনন্দমোহন কলেজ শাখা নিয়মিত পাঠচক্রের আয়োজন করে থাকে।

 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বসুন্ধরা শুভসংঘ আনন্দমোহন কলেজ শাখার বন্ধুরা একত্রিত হন ইমদাদুল হক মিলনের ‘চর কাজলির মানুষ’ বইটি নিয়ে আলোচনা করার জন্য। পদ্মায় জেগে ওঠা চর দখল করেন এক ভন্ড নেতা। সেই চর পাহারায় বসান দুর্ধর্ষ খুনি, ডাকাত, অসামাজিক কাজে লিপ্ত বাহাত্তর জন মানুষকে।  তাদের দিয়ে চর দখলের পাশাপাশি মাদক চোরাচালানও করান ভন্ড সেই নেতা। এমন পরিস্থিতিতে চরে ভেসে আসা সুরভি নামে একটি মেয়ে গানের সুরে জাগিয়ে তোলে সবাইকে। মানুষগুলো সেই মেয়েটির কারণে স্বাভাবিক জীবনে  ফিরে এসে নেতার সঙ্গে বিরোধে জড়ান। ভন্ড নেতার আধিপত্য ধ্বংস হয়ে যায়। এ বইটি আমাদের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশের চিত্র তুলে ধরেছে, যেখানে চরাঞ্চলের মানুষের সংগ্রাম, স্বপ্ন এবং জীবনের পরিবর্তন  উঠে এসেছে।  

বন্ধুরা বলেন, পাঠচক্রের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে বইটি নিয়ে আলোচনা করেছি এবং এর বিভিন্ন দিক সম্পর্কে জানতে পেরেছি।

চর কাজলির মানুষ বইটি শুধুমাত্র একটি সাহিত্যকর্ম নয়, বরং এটি একটি সামাজিক বার্তা, যেখানে প্রতিটি চরিত্রের মধ্যে সমাজের নানা দিক প্রতিফলিত হয়। পাঠচক্রের মাধ্যমে আমরা এ বইটির গল্পের গভীরে পৌঁছানোর চেষ্টা করেছি এবং চর কাজলির মানুষের বাস্তবতার সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছি। বইটি কেবলমাত্র গল্প নয়, এটি আমাদের ভাবনার দিগন্তকে প্রসারিত করে এবং আমাদের মানবিকতা, সহানুভূতি ও সামাজিক দায়িত্বের প্রতি আমাদের সচেতনতা বাড়ায়।

এ সাহিত্য আড্ডায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দমোহন কলেজ শাখার উপদেষ্টা নিয়ামুল কবির সজল, প্রধান বক্তা ছিলেন ইসতিয়াক আহমেদ তারেক, মূল আলোচক ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দমোহন কলেজ শাখার শিক্ষার্থী উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দমোহন কলেজ শাখার শিক্ষার্থী উপদেষ্টা শফিউল আলম, আব্দুল্লাহিল কাফি ও সৌমত্ত আয়ন সুমন।

বসুন্ধরা শুভসংঘ আনন্দমোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্যর উপস্থাপনায় পাঠচক্রে অংশ নেন সংগঠনের সহ-সভাপতি জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক টিটু, ইয়াসিন আরাফাত, মেহেবুবা হায়দার জেরী, মাইসারা মৈত্রী, আলি আহমেদ লাবিব, উর্বশী রহমান, তানজিদা ইয়াসমিন, স্বচ্ছ দেসহ অন্যান্য সদস্যরা।

মূল আলোচক আব্দুল্লাহ আল মামুন বলেন, বইয়ের সামাজিক বার্তা যে এ বইটি আমাদের শেখায়, সামাজিক বাস্তবতা, সংগ্রাম এবং মানবিক সম্পর্ক কীভাবে সমাজের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। চর কাজলির মানুষ আমাদের জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দিতে সক্ষম। পাঠচক্রের গুরুত্ব অনেক। কারণ পাঠচক্রের মাধ্যমে আমরা নিজেদের চিন্তা-ভাবনাকে আরও সমৃদ্ধ করতে পারি। এটি আমাদের মধ্যে আলোচনা, সমালোচনা এবং মতামত শেয়ারের সুযোগ দেয়, যার ফলে আমরা বইটির প্রতি আরও গভীর আগ্রহ এবং বুঝি।

কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন  সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এ পাঠচক্র আমাদের সাহিত্যের প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং আমাদের চিন্তাভাবনার পরিধি বাড়াবে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।