ঢাকা: স্বামী-সন্তান না থাকায় চরম কষ্ট আর আর্থিক সংকটে অসহায় জীবন কাটাচ্ছিলেন আক্তার খাতুন নামের এক অসহায় দুস্থ নারী। দুই বেলা দু’মুঠো খাবারের সন্ধানে শেষ মানুষের কাছে হাত পাততে হয় তাকে।
কিশোরগঞ্জ জেলার এমনি এক নারীর হাতে তুলে হয়েছে রমজানের জন্য বসুন্ধরা শুভসংঘের উপহার ও খাদ্য সহায়তা। যা পেয়ে আনন্দে আত্মহারা অসহায় ওই নারী। খাদ্য সহায়তায় ছিল পেঁয়াজ, চাল, ডাল, তেলসহ রমজানের ইফতারের আয়োজন।
বসুন্ধরা শুভসংঘ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি তামিম হাসান জানান, রমজানে দরিদ্র মানুষের সহায়তা করার মাধ্যমে একটি আত্মিক প্রশান্তি পাওয়া যায়। এছাড়া কাজটির পরিসর ছোট হলেও দেখে অনেক মানুষ উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলেও আমার বিশ্বাস।
উপহার পেয়ে আক্তার খাতুন বলেন, ‘মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতাম খাবারের জন্য। রমজান মাসে সেহরি-ইফতারের জন্য কই যাবো! বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ, আগামী একমাস আর আমার খাওনের কষ্ট করা লাগতো না। ’
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি তামিম হাসান,সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ তুশি, অর্থ সম্পাদক ইসরাত জেবিন ইভা, সহ-দপ্তর সম্পাদক আরিশা জাহান আরশি, কর্ম ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ইভা, সহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তামান্না, আপ্যায়নবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, কার্যকরী সদস্য অর্পিতা ও মেহেরিন আফরিন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এএটি