ঢাকা, সোমবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৪ এপ্রিল ২০২৫, ১৫ শাওয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন

কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বসুন্ধরা শুভসংঘ স্কু‌লের শিক্ষার্থী‌দের নি‌য়ে স্বাস্থ‌্য স‌চেতনতামূলক ক‌্যা‌ম্পেইন হ‌য়ে‌ছে।  

মঙ্গলবার (৮ এপ্রিল) উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের জলাঙ্কারকু‌ঠি চ‌রে অ‌বস্থিত এ স্কুল ক‌্যাম্পা‌সে এ ক‌্যা‌ম্পেইন হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন- কা‌লের কণ্ঠের আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি ও বসুন্ধরা শুভসং‌ঘের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মানু, বসুন্ধরা শুভসংঘের উপ‌দেষ্টা সাজাদুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ স্কু‌লের শিক্ষক এনামুল হক ও আবু সাঈদ সরকার, অভিভাবক হায়দার আলী, রিক্তা বেগমসহ অনেকে।

ক‌্যা‌ম্পেইনে শিক্ষার্থী‌দের স্বাস্থ‌্য স‌চেতনতামূলক বি‌ভিন্ন বিষয় নি‌য়ে কথা ব‌লেন স্বাস্থ‌্য সহকারী আব্দুল ওহাব মিয়া। এসময় শিক্ষার্থীদের টুথ‌পেস্ট ও সাবান উপহার দেওয়া হয়।

স্বাস্থ‌্য সহকারী আব্দুল ওহাব ব‌লেন, এক‌টি সুস্থ‌ শিশু‌র দ্রুত মান‌সিক বিকাশ ঘটে। তাই লেখাপড়ার পাশাপা‌শি শিক্ষার্থী‌দের‌ স্বাস্থ‌্য স‌চেতন করা জরু‌রি। যা‌তে ক‌রে তারা স্বাস্থ্যকর পরিবেশে পড়া‌লেখা ও বেড়ে উঠতে পারে। আজ বসুন্ধরা শুভসংঘ স্কুলের মাধ‌্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে ক‌্যা‌ম্পেইন হ‌লো সে‌টি খুবই ভা‌লো উদ্যোগ।

অভিভাবক রিক্তা বেগম ব‌লেন, আমা‌দের এখা‌নে স্কুল ছিল না। ফ‌লে শিশুরা পড়া‌শোনা কর‌তে পা‌রে‌নি। বসুন্ধরা শুভসংঘ স্ক‌ু‌লের মাধ‌্যমে এখানকার শিশুরা পড়া‌শোনার পাশাপা‌শি অনেক কিছু শিখ‌তে‌ছে। দিন‌ দিন এ চ‌রের শিশুদের লেখাপড়ার পাশাপা‌শি মেধার বিকাশ হ‌চ্ছে।

শিক্ষার্থী নুর হো‌সেন, খু‌শি আক্তার, ম‌নিকা খাতুন জানায়, বসুন্ধরা শুভসংঘ স্কু‌লে পড়া‌লেখার পাশাপা‌শি অনেক কিছু শিখ‌তে‌ছি। আমাদের খুব ভা‌লো লা‌গে।

বসুন্ধরা শুভসং‌ঘ উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মানু ব‌লেন, দুর্গম চরাঞ্চল হওয়ায় এখানকার অনেকের মধ্যে স্বাস্থ‌্য স‌চেতনতার অভাব র‌য়ে‌ছে। তাই বসুন্ধরা শুভসংঘ স্কু‌লের শিক্ষার্থীদের নি‌য়ে ক‌্যা‌ম্পেইন করা হ‌য়ে‌ছে। স্বাস্থ‌্যসম্মত বাথরুম ব‌্যবহার, দৈন‌দিন কা‌জে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হয়েছে। শিক্ষার্থীর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন এবং সুস্থ জীবনধারা অনুসরণের প্রতিও উৎসাহ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ