ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

উল্লাপাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষক-শিক্ষার্থীদের  প্রাণবন্ত অংশগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, এপ্রিল ২৯, ২০২৫
উল্লাপাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষক-শিক্ষার্থীদের  প্রাণবন্ত অংশগ্রহণ

সিরাজগঞ্জ: ‘শুভকাজে সবার পাশে’ এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শাখা বসুন্ধরা  শুভসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান।  

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উল্লাপাড়ার কয়ড়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাব হোসেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘের সদস্যরা এ অভিযানে অংশ নেন। বিদ্যালয়ের চত্বর, শ্রেণিকক্ষ ও মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে শিক্ষার্থীরা হাতে ঝাড়ু, বালতি ও ডাস্টবিন নিয়ে সক্রিয়ভাবে অংশ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি বুলবুল কবীর ও রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমরান হাসান আলিফ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আব্দুল খালেক সোহেল, সমাজকল্যাণ সম্পাদক সবুজ আহামেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লবা এবং কার্যকরী সদস্য মনিরুল, রওনারা রীজুসহ অনেকে।

বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে কালের কণ্ঠের উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজু এ পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন।  

তিনি বলেন, পরিচ্ছন্নতা একটি সামাজিক দায়িত্ব। আমরা চাই শিক্ষার্থীরা এ চেতনা হৃদয়ে ধারণ করুক।  

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাব হোসেন বলেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। নিয়মিত এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করে তুলবে, যা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য সুফল বয়ে আনবে।

বসুন্ধরা শুভসংঘের উল্লাপাড়ার সভাপতি ফরহাদ হোসেন জানান, আজকের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ সমাজে সচেতনতার একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করবে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তারা এখন বুঝতে পেরেছে কীভাবে নিজেদের বিদ্যালয় ও পরিবেশ পরিষ্কার রাখতে হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে কী ধরনের স্বাস্থ্যঝুঁকি রয়েছে।  

সামগ্রিকভাবে পরিচ্ছন্নতা অভিযানটি ছিল সফল ও প্রশংসনীয়। স্থানীয়রা শুভসংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ