খুলনা জেলার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি এলাকার বাসিন্দা আশুতোষ ভৌমিক। যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও বাকশক্তিহীন।
পড়ালেখার শেষ পর্যায়ে চা দোকানদার বাবা ব্রেইন স্ট্রোক করে নিশ্চল হয়ে পড়লে বাবার চিকিৎসা, অসুস্থ মা, ছোট বোনের লেখাপড়া ও সংসারের হাল ধরতে বাধ্য হয়ে চায়ের দোকানে বসতে হয় তাকে।
কিন্তু নিষ্ঠুর বাস্তবতায় ভাগ্যের কাছে প্রতিনিয়ত হেরে যেতে হচ্ছে তাকে। হিমশিম খেতে হচ্ছে বাবার চিকিৎসা খরচ বহন করতে। এমতাবস্থায় বিষয়টি জানতে পেরে আজ শুক্রবার (১৮ জুলাই) বসুন্ধরা শুভসংঘ তার পাশে দাঁড়িয়েছে। তার হাতে বাবার জন্য এক মাসের ওষুধ ও চিকিৎসাসামগ্রী তুলে দিয়েছে।
ওষুধ ও চিকিৎসাসামগ্রী পেয়ে তন্ময় আবেগ আপ্লুত হয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, বৃহস্পতিবার (১৭ জুলাই) বাবার ওষুধ ফুরিয়ে গেছে। একদিন ওষুধ না খেলে বাবার অসুস্থতা বেড়ে যায়। বসুন্ধরা শুভসংঘ যে উপকার করছে, তা আমি কোনোদিন শোধ করতে পারব না।
এই মহতী উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাইকগাছা সরকারি বয়েজ স্কুলের শিক্ষক রবিউল ইসলাম খান রাজু।
তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘের মানবিক কাজগুলো সম্পর্কে আমি জানি। বসুন্ধরা শুভসংঘ এভাবে সহযোগিতা করে যাবে বলে আমি প্রত্যাশা করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সমীর রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা জেলা সভাপতি বিপুল রায় চৌধুরী। তিনি খুলনা থেকে এসে সার্বিক বিষয় তদারকি করেন।
এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা সভাপতি কার্তিক রুদ্র, স্বাস্থ্য ও মানব উন্নয়নবিষয়ক সম্পাদক নূর ইসলাম, ক্রীড়া সম্পাদক আবু হোসেন বাবু, সমাজসেবক সহদেব মন্ডল, রহিতসহ আরও অনেকে।
এসআরএস