ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, জুলাই ২৯, ২০২৫
পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ  বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ 

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।  

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনা জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

 

পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে বিভিন্ন ধরনের শোভাবর্ধন গাছ ও ফলদ গাছ রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে- ছবেদা, হর্তকী, কৃষ্ণচূড়া, রঙ্গন, চেরী, বাগানবিলাস, ক্রিস্টমাস ও ঝাউগাছ ইত্যাদি।  

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান।  

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- চিফ ইনস্ট্রাক্টর মো. মাসুদ করিম খান, মো. নজরুল ইসলাম, ইনস্ট্রাক্টর রতন কুমার দাস, ফাহমিদা পারভীন, সুব্রত চন্দ্র জায়দার, মো. রাসেদুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, উচ্চমান সহকারী আব্দুর রাজ্জাক, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলী আকবর মিঞা রাজু, পাবনা জেলা শাখার উপদেষ্টা  মাহবুবুল আলম ফারুক, বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা শাখার সভাপতি কামরুন নাহার লুনা, অর্থ সম্পাদক আল আমীন সজীব, সমাজসেবা মীর মোহাম্মদ আবু জাফর, সদস্য রেজাউল হক, আব্দুল হাদী প্রমুখ।  

প্রধান অতিথি পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘ প্রতি বছরই পাবনায় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছ রোপণ করে আসছে, সত্যি বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। বসুন্ধরা শুভসংঘের মতো অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে এলেই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।