ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ফুলপুরে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, আগস্ট ১০, ২০২৫
ফুলপুরে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেশব্যাপী বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ফুলপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

রবিবার (১০ আগস্ট) উপজেলার দক্ষিণ ধন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই আয়োজন সম্পন্ন করা হয়। গাছ সুরক্ষিত রাখতে একটি দৃষ্টিনন্দন দেয়াল তৈরি করা হয়েছে।

এতে শ্বেতপাথরে লেখা রয়েছে বসুন্ধরা শুভসংঘের নাম।

বসুন্ধরা শুভসংঘ ফুলপুর উপজেলা শাখার সভাপতি জিয়াউর রহমান পান্নার সভাপতিত্বে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। এ ছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- ফুলপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ফারুক, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা কৃষিবিদ ও ইউপি প্রশাসক কামরুল হাসান কামু, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মোস্তফা খান।  
 
ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের প্রতিটি কার্যক্রম মানবিক। বসুন্ধরা শুভসংঘের এমন আয়োজনে বৃক্ষরোপণ ও পরিচর্যায় মানুষের আগ্রহ বাড়বে। ’

স্থানীয়রা জানান, তারা বসুন্ধরা শুভসংঘের এসব গাছের প্রতি নজর রাখবেন।

বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ সময় নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য শিক্ষার্থীদের বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। দৃষ্টিনন্দন পারফরম্যান্সে মুগ্ধ হন অতিথিরা। চমৎকার পারফরম্যান্সের জন্য শিক্ষার্থী সারামণি, আফিয়া আক্তার, ফাইমা, ও তাইয়্যুবার হাতে পুরস্কার তুলে দেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা। তাছাড়া সব শিক্ষার্থীদের দেওয়া হয় খেলাধুলার সামগ্রী।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শিক্ষক আবু বাক্কার, মাজদা খাতুন, আছিয়া আক্তার, আয়েশা মাহমুদা।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ