ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে টেকনাফে সৈকত পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, আগস্ট ১৭, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে টেকনাফে সৈকত পরিচ্ছন্নতা অভিযান

বসুন্ধরা শুভসংঘ, টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে সমুদ্র সৈকতের পরিবেশগত স্বাস্থ্যরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সৈকত পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালিত হয়েছে।  রবিবার (১৭ আগস্ট) টেকনাফ মেরিনড্রাইভ সংলগ্ন সৈকতে এ আয়োজন করা হয়।

এ সময় সৈকতে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য, ময়লা-আবর্জনা খুড়িয়ে নির্দিষ্ট স্থানে পুড়িয়ে ফেলেন শুভসংঘের সদস্যরা।

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা সৈকত পরিচ্ছন্নতার সময়ে সৈকতে আগত দর্শণার্থী ও পর্যটকদের সৈকতের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার এবং  নির্দিষ্ট স্থানে আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলার আহ্বান জানান।

এ সময় তারা প্রায় চার কিলোমিটার পর্যন্ত সৈকতের প্লাস্টিক বর্জ্য ও ময়লা আবর্জনা পরিষ্কার করেন।
শুভসংঘের টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে সৈকত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনটির টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক জাকারিয়া আলফাজ, সাধারণ সম্পাদক শাহ আলম বিপ্লব, সহসভাপতি মোহাম্মদ হাস্সান, সাংগঠনিক সম্পাদক ওমর হায়াত, প্রচার সম্পাদক এনামুল হক সাগর, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হেলাল উদ্দীন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নেজাম উদ্দীন, কার্যকরী সদস্য মোহাম্মদ ওয়াহেদ, মাহমুদুল হক, এরশাদুর রহমানসহ অন্যরা।

বসুন্ধরা শুভসংঘ, টেকনাফের সাধারণ সম্পাদক শাহ আলম বিপ্লব বলেন, ‘এই ধরনের উদ্যোগ আমাদের নাগরিক দায়িত্বের স্মারক। পরিবেশকে বাঁচাতে হলে এবং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিটি মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই কর্মসূচি আমাদের মনে করিয়ে দেয় যে, পরিবেশ রক্ষা শুধু সরকারের নয়, আমাদের সকলের দায়িত্ব। ’

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ