ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ

দামুড়হুদায় নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, আগস্ট ৩০, ২০২৫
দামুড়হুদায় নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরের গুলশান পাড়া আবুল কালাম মাষ্টারের বাড়ীতে বসুন্ধরা শুভসংঘ দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে নারীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি অ্যাড. ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা শুভসংঘের সহসভাপতি হাজি আব্দুল কাদির, সহসাধারণ সম্পাদক আবুল কালাম, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক নওশাদ আলি, সদস্য লিটন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শুভসংঘের সদস্য আক্তারুজ্জামান বাবু।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পরিবারে ও সমাজে নারী নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছে। দৈহিক দিক থেকে পুরুষের তুলনায় নারীরা দুর্বল ও আর্থিকভাবে পুরুষের ওপর নির্ভরশীল হওয়ায় পুরুষরা নারীদের ওপর নিপীড়ন চালায় ও আধিপত্য বিস্তার করে। নারীর প্রতি অবজ্ঞা ও ভুল ধারণার কারণে নির্যাতনের ঘটনা নিয়মিত ঘটে। ফলে নারীরা অসহায়ত্বের শিকার হন।  

নির্যাতন প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে সকলে সচেতন হলেই নারী নির্যাতন কমিয়ে আনা সম্ভব। একইভাবে বাল্য বিয়ের কারণে নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হয়। মাতৃ মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। অপ্রাপ্ত বয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে। তাছাড়া ও মা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অনেক সময় বিকলঙ্গ শিশুর জন্ম হয়। এ সব কারণে প্রতি ঘণ্টায় একজন নবজাতক মারা যাচ্ছে। নবজাতক বেঁচে থাকলেও অনেক সময় তাকে নানা শারীরিক ও মানসিক জটিলতার মুখোমুখি হতে হয়। বাল্য বিয়ে রোধে সামাজিক সচেতনতা জরুরি বলে মত দেন বক্তারা।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।