ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাইবান্ধায় কৃষকদের মাঝে সবজির বীজ বিতরণ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, আগস্ট ৩০, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাইবান্ধায় কৃষকদের মাঝে সবজির বীজ বিতরণ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাইবান্ধায় অর্ধশতাধিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে আনসার ক্লাব মাঠে এসব বীজ বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মো. ছামিউল বাসির, সাধারণ সম্পাদক মো. আশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদি হাসান, কার্যকরী সদস্য মো. আতিকুর রহমান, হামিম খন্দকার, রুহুল আমিন, রামচন্দ্রপুর আনসার ক্লাবের সভাপতি মো. এজার উদ্দিন।  

বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মো. ছামিউল বাসির বলেন, গাইবান্ধার এই দরিদ্র মানুষের খাবারের তালিকায় যে সবজি থাকার কথা, সেই তুলনায় খুবই অল্প খেয়ে থাকেন।

দুবেলা দুমুঠো খেয়ে কোনোরকমে দিনাতিপাত করা এই নিম্নবিত্ত পরিবারগুলোর কিনে খাওয়ার সামর্থ্যও খুব একটা থাকে না। তাই আজ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এই মানুষগুলোর ভাতের প্লেটে যাতে সবজিও থাকে, সে জন্য নানা প্রজাতির সবজির বীজ বিতরণ নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ।

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের বাড়ির আশপাশের যে ফাঁকা জায়গাগুলো আছে, আমরা যদি সেখানে এই বীজগুলো লাগিয়ে একটু যত্ন নিয়ে সবজির বাগানটা করতে পারি, তাহলে এই বাগান থেকে আমরা আমাদের চাহিদা মেটাতে পারব।

বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আশিদুল ইসলাম বলেন, সবজি এমন একটা জিনিস, যা আমাদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে থাকে। তাই বসুন্ধরা শুভসংঘ সবজির বীজ বিতরণ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে।

কৃষকরা বলেন, পতিত জায়গাগুলো যাতে ফাঁকা না থাকে, সেগুলো চাষাবাদের জন্য এসব বীজ প্রদানের মাধ্যমে আমাদের উৎসাহ দেওয়া হয়েছে। বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।