সিরাজগঞ্জ: চলনবিলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ দূষণরোধে বসুন্ধরা শুভসংঘ তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে দুটি পর্যটন স্পটে জনসচেতনতা কার্যক্রম ও পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার কামারশোন ও কুন্দইল বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
চলনবিল মানেই মিঠাপানির বিস্তীর্ণ জলরাশি। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলা নিয়ে চলনবিল অঞ্চল গঠিত।
নিকট অতীতে এ বিল শতাধিক প্রজাতির মিঠাপানির মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদে পরিপূর্ণ ছিল। কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, শুষ্ক মৌসুমে নদনদীতে কাঙ্ক্ষিত পানি না থাকায় ও অপরিকল্পিত রাস্তাঘাটসহ অবকাঠামো নির্মাণের ফলে বিলটি এখন অস্তিত্ব সংকটে ভুগছে।
পাশাপাশি পর্যটন স্পটগুলোতে প্লাস্টিকের বজ্য ফেলা হচ্ছে। নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে দেদারসে। এজন্য বহু জলজ প্রাণী ও উদ্ভিদ এ বিল থেকে হারিয়ে গেছে। বিপন্ন হয়ে পড়েছে অসংখ্য জলজ প্রাণী ও উদ্ভিদ।
এসব বিষয়ে প্রশাসনের পাশাপাশি নাগরিক সচেতনতা একান্ত জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘ তাড়াশ উপজেলা শাখার সভাপতি শামীউল হক শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লূৎফর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক এম. এ. মাজিদ, রিপন সরকার, সুজন, জিন্দানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নূরুল ইসলাম খান, ইয়াসিন আলী, সাইফুল ইসলাম, খন্দকার আলী রেজা, মো. কামরুজ্জামান, আরিফুল ইসলাম আরিফ, আব্দুর রহমান, ফজলুর রহমান, লাকি পারভীন, কেয়া খন্দকার, রূপালী পারভীন, আতিকুজ্জামান আতিক, মনিরুজ্জামান মাসুম, রায়হানুল হক, এনামুল হক, শ্যামলী সরকার ও তাড়াশ উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা এবং কালের কণ্ঠের তাড়াশ-রায়গঞ্জ প্রতিনিধি সনাতন দাশসহ অন্যরা।
জনসচেতনতা কার্যক্রম শেষে মাকড়শোন পয়েন্টে বসুন্ধরা শুভসংঘের কর্মীরা পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।
এসআই