ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে চাইনিজ নববর্ষ উদযাপন বাংলাদেশিদের

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, সিঙ্গাপুর থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
সিঙ্গাপুরে চাইনিজ নববর্ষ উদযাপন বাংলাদেশিদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিঙ্গাপুর: বহুজাতিক সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে চাইনিজ নববর্ষ উদযাপন করেছেন সিঙ্গাপুরের বাংলাদেশিরা।

নববর্ষের দিন সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২৭ পেঞ্জুরু রিক্রিয়েশন সেন্টারে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুরং টাউন কাউন্সিলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমন্বয় করে ‘বাংলার কণ্ঠ’।

বহুজাতিক সাংস্কৃতিক এ আয়োজনে ভারতীয়, চাইনিজ ও সিঙ্গাপুরিয়ানদের উপস্থাপনাকে ছাপিয়ে যায় বাংলা মঞ্চ নাটক ও সংগীত।

জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইলের উপস্থাপনায় আয়োজনের প্রথমে জাহাঙ্গীর আলম বাবুর লেখা নাটক ‘অবাঞ্ছিত’ মঞ্চস্থ হয়। নাটকের মূল চরিত্র বাবর আলীর ভূমিকায় অভিনয় করেন রচয়িতা বাবু। সাংবাদিক চরিত্রে ছিলেন শরীফ উদ্দিন এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেন কাউসার আহমেদ, তারেক হাসান, সুজেল, মাহাবুব, মনির, লিটন ও সবুর।

এরপর দেশজ সংস্কৃতির বিভিন্ন ধারার নৃত্য পরিবেশিত হয়। তারপর সংগীত পরিবেশন করেন ক্লোজআপ তারকা শেফালী সারগাম। তার সঙ্গে ছিলেন কী-বোর্ডে নজরুল ইসলাম, গিটারে জনি ও প্যাডে জীবন মিত্র।

অনুষ্ঠানের মাঝামাঝি শুভেচ্ছা জ্ঞাপন করেন এর সমন্বয়ক ‘বাংলার কণ্ঠ’র সম্পাদক এ কে এম মোহসীন, জোহারী ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও  মি. গোপাল।

আয়োজনে আরও ছিল সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী লায়ন ড্যান্স, ব্যালে ড্যান্স, ভাংড়া ড্যান্স। ছিল তামিল গানও। এর ফাঁকে ফাঁকে ছিল লটারি ও দর্শক পর্ব।

প্রায় পাঁচ সহস্রাধিক দর্শকের অংশগ্রহণে এ অনুষ্ঠানে খন্দকার ইসমাইল ছাড়াও উপস্থাপনায় ছিলেন দিমিত্রা মেঘবতী রোজেন ও জি টি মনি।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ