ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়রথ চলছেই

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়রথ চলছেই

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং শ্রীলঙ্কান টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কলম্বোতে আয়োজিত হচ্ছে ‘২০২৩ আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ’। আজ (১৪ ফেব্রুয়ারি) আসরের দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশের বালক দল ২-১ ম্যাচে প্যাসিফিক ওশেনিয়াকে পরাজিত করে এবং বালিকা দল ০-৩ ম্যাচে মালয়েশিয়ার নিকট পরাজিত হয়।

 

প্রতিযোগিতার বালক এককের খেলায় প্রথম ম্যাচে বাংলাদেশের জাওয়াদ মোহাম্মদ ভূঁইয়া ৬-০, ৬-২ গেমে প্রতিপক্ষ প্যাসিফিক ওশেনিয়ার লি থাম তনিওকে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের তানভির মুন তুষার ৬-২, ৬-০ গেমে প্যাসিফিক ওশেনিয়ার লা হুম লামকে পরাজিত করে।  এককের দুটি খেলাতেই জয়লাভ করায় দ্বৈত ম্যাচে হেরেও কোনো সমস্যা পড়েনি বাংলাদেশ। কেননা তিন ম্যাচ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। দ্বৈতের খেলায় প্যাসিফিক ওশেনিয়ার লা হুম-কেনেডী জুটির কাছে ৬-২, ৬-৭, ৮-১০ গেমে হারেন বাংলাদেশের আরহাম-জাওয়াদ জুটি।

অপরদিকে বালিকা বিভাগে জয়ের দেখা মিলেনি বাংলাদেশের।  প্রথম ম্যাচে  মালয়েশিয়ার আদানি রায়হানের কাছে ৩-৬, ৩-৬ গেমে হারেন সুমাইয়া আক্তার।  আরেক ম্যাচে হুমায়রা হায়দার জারা  হারেন ২-৬, ১-৬ গেমে । দ্বৈতের খেলায় জারা-তায়েবা জুটি ৬-৪, ৩-৬ গেমে লিম ও আদানির নিকট পরাজিত হন।  

আজকের দিনের অন্যান্য খেলায় বালক বিভাগে তুর্কমেনিস্তান, লেবানন, নেপাল, মালয়েশিয়া ও সৌদি আরব জয় লাভ করে। অপরদিকে বালিকা বিভাগে কাজাখস্তান, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর জয় লাভ করে।

আগামীকাল বাংলাদেশ বালক দল কিরগিজস্তানের বিরুদ্ধে এবং বালিকা দল প্যাসিফিক ওশেনিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।  


বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।