ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অ্যাথলেটিকসের চিঠিতে হাইকোর্টের স্থগিতাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ৭, ২০২৩
অ্যাথলেটিকসের চিঠিতে হাইকোর্টের স্থগিতাদেশ

অনুমতি ছাড়া ম্যারাথন আয়োজনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে চিঠি দিয়েছিল বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। অ্যাথলেটিকস ফেডারেশনের এই চিঠিকে ‘অবৈধ’ দাবি করে ফেডারেশনকে স্বতঃপ্রণোদিত হয়ে ১৫ ফেব্রুয়ারি উকিল নোটিশ পাঠান আইনজীবী ও ম্যারাথন দৌড়বিদ ব্যারিস্টার আইমান রহমান খান

গত পরশু অ্যাথলেটিকস ফেডারেশনের সেই চিঠির বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি সারা মাহাবুব ও বিচারপতি মাহবুবুল ইসলামের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এই সিদ্ধান্ত দেন।

তিন মাসের জন্য এই স্থগিতাদেশ থাকবে বলে জানিয়েছেন রিটকারী আইমান রহমান খান। গত ২৫ মে হাইকোর্টে রিট ফাইল করা হয়েছিল বলে জানান তিনি। তার উকিল নোটিশের জবাবে অ্যাথলেটিকস ফেডারেশন কোনো জবাব না দিলেও চিঠির স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু।  

তিনি বলেন, ‘আমরাও আইনি ব্যবস্থা নেব আমরা অ্যাথলেটদের মঙ্গলের কথা চিন্তা করেই এই চিঠি দিয়েছিলাম। আমরা বলতে চেয়েছিলাম আমাদের অনুমতি নিলে অ্যাথলেটদের ক্ষতি তো নয়, সর্বোচ্চ সহযোগিতাটুকুই তারা পাবেন। ’

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।