ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

খেলা

ভুল থেকে শিক্ষা নিতে চান জামাল ভূঁইয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুন ৭, ২০২৩
ভুল থেকে শিক্ষা নিতে চান জামাল ভূঁইয়া

এবারের সাফে নিজেদের সেরাটা দিয়ে ভালো করতে চান দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আগের আসগুলোর ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাড়াতে চান বলে জানিয়েছেন তিনি।

আজ (৭ জুন) সাফের ক্যাম্পে দলের সকলের সঙ্গে দেখা করতে এসেছিলেন বাফুফে সহ সভাপতি কাজী নাবিল আহমেদ। দলকে শেষ মুহূর্তে আরও সতর্ক ভাবে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। তার সঙ্গে একমত জানিয়েছেন দলের অধিনায়কও। তিনি বলেন, ‘ইটস অল আবাউট মোর ডিটেইলস। আমরা শেষ সাফেও শেষ পাঁচ মিনিটে একটা গোল হজম করেছি। এটা পুরোটাই মনোযোগের ব্যাপার, ডিটেইলসের ব্যাপার। স্টুপিড গোল হজম করা যাবে না। আমাদের ভুল থেকে শিখতে হবে, আরও ভালো খেলতে হবে। সেবার আমরা দুটো ফাইনাল মিস করেছি এভাবে। ’ 

সাফে পাকিস্তানের খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সাফে পাকিস্তান না খেলতে  পারলে বদলে যেতে পারে আসরের নিয়ম। গ্রুপের বদলে রাউন্ড রবিন লিগে খেলা হতে পারে। তবে সেসব নিয়ে ভাবছেন না জামাল। তিনি বলেন, ‘গ্রুপ বা রাউন্ড রবিন লিগ – টুর্নামেন্টটা যেমনই হোক, খেলতে হবে আমাদের। এখন আমাদের মাথায় আছে প্রথমে লেবানন, এরপর মালদ্বীপ, এরপর ভুটান... এভাবেই। এভাবেই আমরা ভাবছি এখন। যদি পরিবর্তন হয়, তাহলে পরিকল্পনা করতে হবে আবার। ’

নিয়মিতই ক্যাম্পে ফুটবলারদের সাহস জোগাতে আসছেন বাফুফে কর্তারা। এটা দলের জন্য ইতিবাচক বলে মনে করছেন জামাল। তারে উপস্থিতি দলকে চাঙ্গা করছে বলে জানিয়েছেন তিনি। জামাল বলেন, ‘আমরা ক্লাবে থাকলে সেখানে সভাপতি, সহ-সভাপতিদের দেখি না। এখানে সভাপতি, সহ-সভাপতিসহ সকল বোর্ড সদস্যরা আমাদের পেছনে আছেন। এটা গুরুত্বপূর্ণ। সাফের আগে এটা দলের জন্যও বড় একটা মেন্টাল বুস্ট হিসেবে কাজ করবে। ’ 

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ০৭ জুন, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।