ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সভাপতি আদম তমিজী হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, জুন ২২, ২০২৩
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সভাপতি আদম তমিজী হক আদম তমিজী হক

ঢাকা: বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্যতম সদস্য আদম তমিজী হক।

বুধবার (২১ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন কমিটিতে আদম তমিজি হককে সভাপতি, ডা. জায়াদুর রহমান ওয়াদুদ, জব্বার হোসেনকে সহ-সভাপতি, শেখ হামিম হাসানকে সাধারণ সম্পাদক, আবুল হোসেন, ফজলে এলাহী, ও মাহমুদ হোসেন খান দুলালকে সদস্য করা হয়।  

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গঠিত অ্যাডহক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করবেন এবং ওই সময়ের মধ্যে সার্বক্ষণিক কার্যাবলী সম্পন্ন করবে।

বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের বিদ্যমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা জুন ২২, ২০২৩
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।