ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হকির নবনির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত 

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
হকির নবনির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ হকি ফেডারেশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও প্রথম সভা আজ (১১ জুলাই) মঙ্গলবার সকালে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

নব-নির্বাচিত কমিটির প্রথম সভা শেষে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান হকি ফেডারেশনের সহসভাপতি আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ গণমাধ্যমকে বলেন, ‘আজ আমাদের নির্বাচিত কমিটির পরিচিতি ও প্রথম সভা ছিল। সভায় কিছু এজেন্ডা অন্তর্ভুক্ত ছিল। সেই এজেন্ডার আলোকে বেশকিছু সিদ্বান্ত নেওয়া হয়েছে। ’ 

এক প্রশ্নে সাঈদ বলেন, ‘হকির মতো ব্যয়বহুল এ খেলাটিকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছি। এ থেকে নতুন খেলোয়াড় তুলে আনার চেষ্টা করা হবে। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদের গড়ে তুলবো। ভবিষ্যতে জাতীয় হকি দলকে শক্তিশালী অবকাঠামোয় নিয়ে আসার জন্যই এ পরিকল্পনা নেওয়া হয়েছে। যা আমাদের স্বপ্নকে এগিয়ে নেবে এবং ভবিষ্যতে বিশ্বকাপে খেলার মতো সুযোগ করে দেবে। ’

এশিয়ান গেমস নিয়ে হকির সাধারণ সম্পাদক বলেন, ‘গত ১৫ জুন থেকে আবাসিক ক্যাম্প চলমান রয়েছে। ২ জুলাই থেকে জাতীয় দলের নতুন কোরিয়ান কোচ ইয়াং কু কিম যোগ দিয়েছেন। তাকে আমরা এশিয়ান গেমস পর্যন্ত চুক্তি করেছি। এশিয়াডে দলের পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে তার সঙ্গে নতুন করে চুক্তি করবো কি করবো না। ’ 

তিনি আরো বলেন, ‘এশিয়ান গেমসে যাওয়ার আগে প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে বেশকিছু দলকে ঢাকায় এনে সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে। আগস্টে ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। সেখানে তাদের ব্যস্ত সূচির কারণে এ মুহূর্তে কোনো দল পাওয়া যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে ম্যাচ খেলার চেষ্টা করছি। ’


হকির স্পন্সর সাঈদ বলেন, ‘স্পন্সর পাওয়া নিয়ে যেসব জটিলতা রয়েছে তা অচিরেই কেটে যাবে। তিনি জানান, জাতীয় পর্যায় অনেক টুর্নামেন্ট আসছে। ফ্র্যাঞ্চাইজি লিগের পাশাপাশি এবার নারী হকি লিগ শুরু করার চেষ্টা করছি। শুধু তাই নয়, আমাদের লক্ষ্য বিশ্বহকির ১৮তম র‌্যাংকিংয়ে পৌঁছানো। সেই লক্ষ্যে নিয়েই আমরা কাজ করছি। ’ 

উল্লেখ্য বাংলাদেশ হকি ফেডারেশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও প্রথম সভা শেষে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান আসন্ন ১৯তম এশিয়ান গেমসে অংশগ্রহণ উপলক্ষে জাতীয় হকি দলের চলমান প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন এবং খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।