ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

খেলা

জাতীয় অ্যাথলেটিকসে সৌরভের রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
জাতীয় অ্যাথলেটিকসে সৌরভের রেকর্ড ছবি: সংগৃহীত

জাতীয় অ্যাথলেটিকসের শেষ দিনে পোল ভল্টে স্বর্ণপদক জিতে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৌরভ মিয়া। পোলে লাফিয়ে উচ্চতা অতিক্রম করেছেন ৪ দশমিক ৫০ মিটার।

আগের রেকর্ডটি ছিল হুমায়ুন কবিরের। ২০০৬ সালে জাতীয় অ্যাথলেটিকসে নৌবাহিনীর অ্যাথলেট জাম্প করেছিলেন ৪ দশমিক ৩৫ মিটার।

বুধবার শেষ দিনে রেকর্ড হয়েছে আরও একটি। ৪ গুনিতক ৪০০ মিটার রীলের দলীয় ইভেন্টে স্বর্ণপদকসহ রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সাবিয়া আল সোহা, নাথিরা খাতুন, নুসরাত জাহান রুনা ও শিরিন আক্তার মিলে। রীলে দৌড়ানোর আগে অবশ্য ২০০ মিটারে দৌড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন আগের দিন ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জেতা শিরিন। বিশ্রাম নিয়ে ফিরেই আবার জেতেন দলীয় ইভেন্টে স্বর্ণ। ১৬টি ১০০ মিটারে স্বর্ণপদক জেতা শিরিন ২০০ মিটারেও এ নিয়ে ১৪বার জিতেছেন স্বর্ণপদক।

৪ গুনিতক ৪০০ মিটার রীলে এদিন শিরিনরা সময় নিয়েছেন ৩:৫১.৬২ সেকেন্ড। এই বিভাগে আগের রেকর্ডটি ছিল ৩২ বছরের পুরনো, তথা ১৯৯৩ সালের। সেবার নাছিমা, সুবনা, মনিয়া ও সুমিতা মিলে রেকর্ডটি গড়েছিলেন ৩:৫৫.৫৫ সেকেন্ড।

নৌবাহিনী এই স্বর্ণপদকটি জেতার মাধ্যমেই এদিন তারা ছাড়িয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীকে। এর আগে দুই বাহিনীর ঝুলিতে ছিল সম্মিলিত ১৯ টি করে পদক। পরে আরও একটি পদক জিতে নৌবাহিনী মোট স্বর্ণপদক জেতে ২১ টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯টিতেই থাকে সেনাবাহিনী।

এদিকে, প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে বেশ খুশি সৌরভ। সেই সঙ্গে আক্ষেপও আছে। পোল ভল্টে মানুষের আগ্রহ কম, ফেডারেশন থেকেও নেই তেমন একটা সহায়তা, তারপরও প্রথমবারের মতো স্বর্ণপদকের সঙ্গে রেকর্ড হওয়ায় উচ্ছ্বসিত সৌরভ। যদিও দেশের বাইরে গত বছর মালয়েশিয়াতে অনুষ্ঠেয় ওপেন অ্যাথলেটিকসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সৌরভ। তবে সেবার জাম্প করেছিরেন ৪ দশমিক ৩৭ মিটার। যা দেশের অ্যাথলেটদের হিসেবে রেকর্ড। যদিও তা গননায় রাখেনি বাংলাদেশের অ্যাথলেটিক ফেডারেশন।  

পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জেতেন নৌবাহিনীর রাকিবুল হাসান। সময় নেন ২১ দশমিক ৩৯ সেকেন্ড। তবে ১০০ মিটারে আগের দিন হযেছেন দ্বিতীয়। যে কারণে ২০০ মিটারে স্বর্ণপদক জিতেও কিছুটা আক্ষেপ ঝরল রাকিবুলের কণ্ঠে, ‘১০০ মিটারের জন্য আফসোস তো থাকবেই। কেননা আমি মনে হয় ৯বার ১০০ মিটারে হেরে গেছি। ৯বারের মধ্যে পাঁচবার দ্বিতীয় এবং চারবার হয়েছি তৃতীয়। কিন্তু ২০০ মিটারে এ নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছি। ’ ২০০ মিটার রানিংয়ে এবারের মতো আগেও তিনি হারিয়েছেন জহিরকে।  

আন্তর্জাতিকভাবে লক্ষ্য নিয়ে রাকিব জানান, ‘অবশ্যই ভালো কিছু করার ইচ্ছা আছে। সামনে সাউথ এশিয়ান গেমস আছে, ইনশাআল্লাহ পদক জেতার চেষ্টা তো থাকবেই। ’ ২০০ মিটারে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে জহির রায়হান ও জুবাইল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।