ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

খেলা

এশিয়ান গেমস ২০২৩

হকিতে হারে শুরু বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, সেপ্টেম্বর ২৪, ২০২৩
হকিতে হারে শুরু বাংলাদেশের

এশিয়ান গেমসে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই জাপানের কাছে ৭-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।  

গংসু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারেই ব্যবধান ৪-০ করে জাপান।

দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য খেলায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। কোনো গোল হজম না করেই এক গোল পরিশোধ করে বাংলাদেশ। ২৯ মিনিটে এশিয়ান গেমসে বাংলাদেশের গোলের সূচনা করেন আশরাফুল ইসলাম।  

তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ খারাপ করেনি। এক গোল হজমের পাশাপাশি আরেক গোল পরিশোধ করে। ৪৩ মিনিটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন পুষ্কর ক্ষিসা মিমো। শেষ কোয়ার্টারে আরো দুই গোল হজম করে এবং আর কোনো গোল করতে না পারায় ৭-২ গোলের ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।