ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

সিঙ্গাপুর হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে সাবিনারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
সিঙ্গাপুর হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে সাবিনারা

বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি মাচ খেলতে ঢাকায় অবস্থান করছে সিঙ্গাপুর। প্রথম ম্যাচে সাবিনারা ৩-০ গোলে জিতেছে।

আগামী ৪ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আজ সিঙ্গাপুরের হাইকমিশনার শেডা পিল্লাই এর আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নেয় বাংলাদেশ নারী ফুটবল দল ।  

 আজ (০২ ডিসেম্বর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে শেডা পিল্লাই এর আমন্ত্রণ এক নৈশ ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ফুটবল দল এর খেলোরগণ, এএফসি ও বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবল এর চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের সহকারী টিম লীডার ও বাফুফে সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নুরু, টিম ম্যানেজার জনাব মোঃ আমিরুল ইসলাম বাবু ও বাফুফে সাধারণ সম্পাদক জনাব ইমরান হোসেন তুষারসহ বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের প্রশিক্ষকগণ।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, ০২ ‍ডিসেম্বর ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।