ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

সাফ অ-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

আরেক শিরোপার মিশনে কাল নেপাল যাচ্ছে মেয়েরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
আরেক শিরোপার মিশনে কাল নেপাল যাচ্ছে মেয়েরা

এক মাসের ব্যবধানে আরও একটি বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। নেপালের মাটিতে আগামী মাসের শুরুর দিন বসছে সাফ চ্যাম্পিয়নশিপের এই আসর।

সে লক্ষ্যে আগামীকাল সকালে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। প্রতিযোগিতায় স্বাগতিক দল নেপাল ছাড়াও অংশ নেবে ভুটান, ভারত ও বাংলাদেশ। এ মাসেই ঘরের মাঠে এই চার দলকে নিয়ে বসেছিল সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের লড়াই। টুর্নামেন্টে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। দলটা নতুন হলেও বাংলাদেশের লক্ষ্য এবারও চ্যাম্পিয়ন হওয়া।

সাবেক জাতীয় ফুটবলার সাইফুল বারী টিটু এখন নারী দলের কোচ। সিনিয়র দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের কোচও তিনি। অনূর্ধ্ব-১৯ এর পর এবার অনূর্ধ্ব-১৬ আসরেও শিরোপায় চোখ তার। তবে এর আগে প্রথম ম্যাচ ভালো করে শুরু করতে চান, 'নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে ফাইনালে পথে হাটতে চাই। প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। ' অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস সরাসরি ট্রফি নিয়ে দেশে ফেরার আশা ব্যক্ত করেছেন,‌ ‘আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা যথেষ্ট রয়েছে। দোয়া করবেন যেন আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারি। ’

‘দলের সবার মধ্যে রসায়নটা তৈরি করতে যে সময়টা দরকার, যেমন এখানে ৬ জন ফুটবলার অনেক দিন ধরে অনুশীলন করছে, ওদের ৬ মাসের মতো পেয়েছি। কিন্তু অন্যদের একদমই পাইনি। এখানে ১ মাসের মতো সময় পেয়েছি। এটুকু প্রস্তুতি আমাদের জন্য যথেষ্ট না। ’ যোগ করেন তিনি

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মতো এবারও বাংলাদেশ প্রথম ম্যাচে পাচ্ছে নেপালকে। সাফের টুর্নামেন্টে বরাবরই শক্ত প্রতিপক্ষ হিসেবে ধরা হয় ভারতকে। তাদেরকে মোকাবিলার আগে দলটির খেলা দেখার সুযোগ পাচ্ছে সাইফুল বারীর দল। উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে ভারত। সেটি বাংলাদেশের জন্য পরখ করার সুযোগ কি না এবং অচেনা নেপালকে প্রথম ম্যাচে মোকাবিলার আগে দলের সামনে কতটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে, জানতে চাইলে সাইফুল বারী বলেন, হ্যা, এটা তো ঢাকাতেও হয়েছে। কারণ একটা অনুশীলন সেশন দেখে তো সব কিছু বোঝা যায় না। এটা ম্যাচ দেখেই বোঝা যায়। এখানে ওই চ্যালেঞ্জটা থাকবে। ভারত, ভুটানের ম্যাচ তো আমরা দেখতে পারব, যেটা পরের ম্যাচে আমাদের জন্য কাজে দেবে। তবে একটা পরিষ্কার বার্তা আমি দলের কাছে দেবো যে, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা মাঠে কিভাবে খেলি সেটিতে মনোযোগ ধরে রাখা। এটা যেন মাঠে ধরে রাখতে পারি। ’

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭,২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।