ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

খেলা

রোমান সানার হঠাৎ অবসরে ব্যথিত দিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, মার্চ ৩, ২০২৪
রোমান সানার হঠাৎ অবসরে ব্যথিত দিয়া

হঠাৎ করেই আর্চারি থেকে অবসর নিয়েছেন দেশসেরা আর্চার রোমান সানা। বেশ কিছুদিন আগেই ফেডারেশনে জাতীয় দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন তিনি।

শুধু বাংলাদেশ আনসারের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ থেকে প্রথম সরাসরি অলিম্পিকে খেলা এই অ্যাথলেট।  

গত বছর দেশের সেরা নারী আর্চার দিয়া সিদ্দিকীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রোমান। অবসর নিয়ে রোমানের সিদ্ধান্তে 'ব্যথিত' বলে জানিয়েছেন দিয়া। তবে স্বামীর সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছেন তিনি, ‘সে (রোমান) সিদ্ধান্ত নিয়ে আমাকে জানিয়েছে। আমি কিছুটা অবাক হয়েছিলাম। কিন্তু তার সিদ্ধান্তকে আমি সম্মান জানিয়ে তার পাশেই আছি। ’

মাত্র ৩০ বছর বয়েসেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রোমান। নিজেই জানিয়েছেন ইনজুরি কাটিয়ে আরও ১০ বছর দেশের হয়ে খেলতে পারতেন। এমনটাই প্রত্যাশা ছিল দিয়ারও। তিনি বলেন, ‘এত দ্রুত অবসর নেবে ভাবিনি। আমি চেয়েছিলাম সে আরও খেলুক। সে আরও খেলতে পারবে, এটা আমি জানি। দেশকে দেওয়ার মতো আরও অনেক কিছুই আছে তার মধ্যে। এটা আমি তার স্ত্রী না, সতীর্থ হিসেবে বলছি। ’

সবকিছু মিলিয়ে মানসিক চাপের কথা বলেছিলেন রোমান সানা। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতেই অবসরের সিদ্ধান্ত। দিয়া বলেন, ‘সে মানসিক চাপে ছিল। অবসরের সিদ্ধান্ত নিয়ে যদি সে ভালো থাকে আমি তাতেই খুশি। সে ব্যবসা করুক কিংবা খেলুক, আমি সব সিদ্ধান্তেই তার পাশে আছি। ’

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।