ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

আইনুল আনন্দের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
আইনুল আনন্দের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট

আজ থেকে মাঠে গড়াল আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় কলেজের এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ৬ দল।

যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে দশম শ্রেণির শিক্ষার্থীরা।

রোববার সকালে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ফুটবল ম্যাচটি হয়েছে জমজমাট। দুই দলই শুরু থেকে লড়াইয়ের মনোভাব নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত ম্যাচের ফল যায় দশম শ্রেণির পক্ষে। নবম শ্রেণিকে তারা হারায় ২-০ গোলের ব্যববধানে।

চারদিনব্যাপি আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক পাটোয়ারীর ও কমিটির আহ্বাক আফরোজা সুলতানার উদ্যোগে আয়োজিত হয়েছে এই টুর্নামেন্ট।

তারা বলেন শিক্ষর্থীদের মানুষিক বিকাশ ও শরীর গঠনে সবচাইতে বড় ভুমিকা রাখে খেলাধুলা। তাই ফুটবল সহ অন্য সব খেলায় শিক্ষার্থীদের উৎসাহ জোগানো সহ সারা বছর আরও বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকেন তারা।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।