ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

আ. লীগের হামলায় আম্পায়ার শওকতের মৃত্যুতে নাফিসের শোক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
আ. লীগের হামলায় আম্পায়ার শওকতের মৃত্যুতে নাফিসের শোক

গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলায় নিহত হয়েছেন আম্পায়ার শওকত আলি দিদার। বিসিবির প্রথম শ্রেণির আম্পায়ার ছিলেন তিনি।

শওকত একই সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিরও ক্রীড়া সম্পাদক ছিলেন।  

এই আম্পায়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস। তিনি লিখেছেন, ‘প্রথম শ্রেণির আম্পায়ার শওকত আলী দিদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। ’

‘৪৩ বছর বয়সী এই অভিজ্ঞ আম্পায়ার দুই দশক ধরে বিসিবির বিভিন্ন প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেছিলেন। শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তার শোকসংতপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ’

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জেলা শহরের বেদগ্রাম মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভা শেষে এস এম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে হামলার ঘটনা ঘটে। এতেই নিহত হন শওকত। তার পরিবার ও বিএনপি কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের হামলাতেই মারা গেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এমএইচবি/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।