ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

জাতীয় ল্যাক্রোসে পুলিশ চ্যাম্পিয়ন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
জাতীয় ল্যাক্রোসে পুলিশ চ্যাম্পিয়ন

‘ওয়ালটন প্রথম জাতীয় ল্যাক্রোস চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এর পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।  

আজ রোববার দুপুরে বাফুফের আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত ফাইনালে তারা ৭-২ গোলের ব্যবধানে জিসান স্পোর্টস ক্লাবকে হারিয়ে প্রথম আসরের শিরোপা জিতে নেয়।

রানার্স-আপ হয় জিসান স্পোর্টস ক্লাব।  

এই বিভাগে তৃতীয় হয়েছে স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব। ১৬ গোল করে পুরুষ বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশ পুলিশের শাহীন।

তার আগে শনিবার নারী বিভাগে চ্যাম্পিয়ন হয় শরীয়তপুর জেলা নারী দল, রানার্স-আপ হয় ঢাকা জেলা নারী দল। আর তৃতীয় হয় নারায়ণগঞ্জ জেলা নারী দল। নারী বিভাগে ঢাকা জেলার লিপি আক্তার ১৩ গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।  

সিক্স-এ-সাইড এই প্রতিযোগিতার উভয় বিভাগের চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়।  

সেরা খেলোয়াড়দেরও করা হয় পুরস্কৃত। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের অ্যাডভাইজর (স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন ও জাপান হতে আমন্ত্রিত প্রধান প্রশিক্ষক মাসুমি জিন্ন (সিইও, এশিয়া প্যাসিফিক ল্যাক্রোস ইউনিয়ন)।  

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক ও বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চারটি ও নারী বিভাগে চারটি দল অংশ নেয়। পুরুষ বিভাগের দলগুলোর মধ্যে ছিল—বাংলাদেশ পুলিশ, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব ও জিসান স্পোর্টস ক্লাব।  

নারী বিভাগে ছিল—নারায়ণগঞ্জ জেলা, স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থা।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।