ঢাকা, শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

খেলা

ফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
ফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হার ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জুনিয়ার ডেভিস কাপে ফাইনাল পর্যন্ত গিয়ে খেই হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে হেরেছে তারা।

ফলে পঞ্চম-অস্টম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সিঙ্গাপুরের বিরুদ্ধে। ম্যাচটি জিতলে মঙ্গোলিয়াকে মোকাবেলা করতে হবে।  

বাংলাদেশের কাব্য গায়েন ৩-৬, ১-৬ গেম পয়েন্টে পাকিস্তানের রোমান হামজার কাছে হেরেছেন। আরেক একক ইভেন্টে তুষার মো. তানভীর ২-৬, ০-৬ গেমে শাহবাজ আলীর নিকট পরাজিত হন।

সাধারণত এককের দুই প্রতিযোগিতায় হারলে দ্বৈত ইভেন্টে প্রয়োজন পড়ে না। স্থান নির্ধারণীর পয়েন্ট ও প্রতিপক্ষ নির্ধারণে দ্বৈত ইভেন্টও হয়েছে। কাব্য ও তুষার ৪-৬, ১-৬ গেমে রোমান ও তালহার কাছে পরাজিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।