ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

খেলা

আর্জেন্টিনার বিপক্ষে হারের পর কোচ দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০১, মার্চ ২৯, ২০২৫
আর্জেন্টিনার বিপক্ষে হারের পর কোচ দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল 

কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। গত বুধবার বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে শোচনীয় হারের পর দরিভাল জুনিয়র ছাঁটাই হতে পারেন, গুঞ্জন চলছিল।

দু-দিন পর সেই গুঞ্জনই সত্যি হলো।

এক বিবৃতিতে দরিভালের বরখাস্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে যে, কোচ দরিভাল জুনিয়র আর ব্রাজিল দলের দায়িত্বে নেই। বোর্ড তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তার বদলি খুঁজবে।

২০২২ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর হয়ে সাফল্য পান দরিভাল।  ওই সময় কোপা লিবার্তাদোরেস এবং ব্রাজিলিয়ান কাপ জিতেছিলেন তিনি। পরের বছর সাও পাওলোর হয়ে তিনি আবারও এই ট্রফি জিতেন।

দুর্দান্ত সব সাফল্যের পর ২০২৪ সালের জানুয়ারিতে ৬২ বছর বয়সী দরিভাল জুনিয়রকে ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের পর দরিভাল জাতীয় দলে খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিলেন না। ষোলোটি খেলার মধ্যে মাত্র ৭টিতে জয়লাভ করার পর ব্রাজিলের ভক্তদের আস্থা অর্জন করতে ব্যর্থ হন তিনি।

জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে ব্রাজিলের প্রায় ২৭টি ক্লাবে কোচ ছিলেন দরিভাল জুনিয়র। জাতীয় দলের হয়ে তার প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে।  ওয়েম্বলিতে হওয়া সেই ম্যাচে তিনি জিতেছিলেন ১-০ গোলে। এরপর স্পেনের সঙ্গে ৩-৩ গোলের ড্র দরিভালের জনপ্রিয়তা নিয়ে যায় তুঙ্গে। পরে তার ক্যারিয়ারে সাফল্যের দেখা মিলেছে কমই।  

তার দায়িত্বে ব্রাজিল দল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়, ১৬ বছরে প্রথমবার প্যারাগুয়ের কাছে হারে, ইতিহাসে প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়েতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারে।  

ব্রাজিলের কোচ হিসেবে সব মিলিয়ে ১৬ ম্যাচ দায়িত্ব পালন করেছেন দরিভাল, যেখানে ৭ জয় এবং ৭ ড্রয়ের পাশাপাশি ২টি ম্যাচে হেরেছে সেলেকাওরা।

প্রসঙ্গত, ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিলের কোচের পদ ছাড়েন তিতে। তিনি ছয় বছরের বেশি সময় দায়িত্বে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রামোন মেনেজেস পাঁচ মাস ও ফার্নান্দো দিনিজ ডাগআউটে ছিলেন ছয় মাস। এরপর দরিভাল ছিলেন ১৪ মাস।  

সূত্র: দ্য গার্ডিয়ান

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।