ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

বিশ্ব সাঁতারে পদক না পেলেও আশাব্যঞ্জক অগ্রগতি রাফি-অ্যানির

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, আগস্ট ২, ২০২৫
বিশ্ব সাঁতারে পদক না পেলেও আশাব্যঞ্জক অগ্রগতি রাফি-অ্যানির সংগৃহীত ছবি

সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রত্যাশিতভাবে কোনো পদক জিততে পারেননি বাংলাদেশের প্রতিনিধি অ্যানি আক্তার ও সামিউল ইসলাম রাফি। তবে নিজেদের ব্যক্তিগত টাইমিং উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের জন্য কিছুটা আশাবাদের বার্তা দিয়েছেন এই দুই সাঁতারু।

১০০ মিটার ফ্রি স্টাইলে নিজের ক্যারিয়ারের সেরা টাইমিং করতে সক্ষম হন অ্যানি আক্তার। তবে পরবর্তী ইভেন্টে সেই ফর্ম ধরে রাখতে পারেননি।  

আজকের ৫০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে অ্যানির টাইমিং ছিল ৩১.৩৯ সেকেন্ড, যা তার ব্যক্তিগত রেকর্ড ৩১.০৫ সেকেন্ড থেকে কিছুটা পিছিয়ে। এই ইভেন্টে মোট ১০৪ জন সাঁতারু প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে অ্যানির অবস্থান হয় ৯২তম।

অন্যদিকে, সামিউল ইসলাম রাফি অংশ নেন ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে। তিনি টাইমিং করেন ২৭.২১ সেকেন্ড, যা তার পূর্বের রেকর্ড ২৬.৯০ সেকেন্ড থেকে কিছুটা ধীর। এই ইভেন্টে তিনি ৬৩ জনের মধ্যে ৫৫তম স্থান অর্জন করেন।

বাংলাদেশ এখনো বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় পদক জয়ের স্বাদ পায়নি। তবে অংশগ্রহণকারী সাঁতারুরা প্রতি আসরে নিজের টাইমিং উন্নত করতে পারছেন, যা দেশীয় কোচ ও ক্রীড়াবিদদের কাছে দীর্ঘমেয়াদি প্রস্তুতির ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।