ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

মার্কুয়েজকে বিদায় জানালো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

মাদ্রিদ: বার্সেলোনার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেললেন মেক্সিকো অধিনায়ক রাফায়েল মার্কুয়েজ। লা লিগা চ্যাম্পিয়নরা তাকে মুক্ত করে দিয়েছে।



বার্সা তাদের ওয়েবসাইটে জানায়,‘‘২০১২ সালের জুন পর্যন্ত মার্কুয়েজের সঙ্গে চুক্তি থাকলেও পারস্পারিক সমঝোতায় তা বাতিল করা হয়। ”
 
গুঞ্জন আছে ইউরোপের লিগ আর মন বসছে না ৩১ বছরের এই মেক্সিকো তারকার। গণমাধ্যমে খবর এসেছে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে তাকে প্রস্তাব দিয়েছে নিউইয়র্ক রেড বুলস।

সবকিছু ঠিক থাকলে শিগগিরই রেড বুলসে যোগ দেবেন মার্কুয়েজ। যেখানে তিনি বার্সার সাবেক তারকা থিয়েরি অঁরিকেও সতীর্থ হিসেবে পাবেন। এ মাসের শুরুতে ফরাসি তারকা অঁরিকেও একই ভাবে চুক্তির মেয়াদ থেকে অব্যাহতি দেয় বার্সা।

এই সেন্টার ব্যাক ফরাসি কাব মনাকো থেকে ২০০৩ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। তার সময়ে বার্সা চারবার লা লিগা ও দুবার ইউরোপ সেরা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৮, জুলাই ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।